হোম ডেলিভারি পলিসিঃ

 

আমরা সারা বাংলাদেশে হোম এন্ড কেশ ইন ডেলিভারি কোরে থাকি। 

 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ মাত্র ১২০ টাকা।

 কুরিয়ার পলিসিঃ

 

✔ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির ক্ষেত্রে কুরিয়ার চার্জ পূর্বেই বিকাশ বা নগদ বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।

✔  স্টেডফাস্ট, পাঠাও, সুন্দরবন, ও অন্যান্য কোরিয়ার এর  মাধ্যমে আমরা পণ্য বুকিং করে থাকি।

✔ কুরিয়ারে পণ্য বুকিং এর পর পৌঁছাতে ২-৪ দিন সময় লাগতে পারে

✔ কুরিয়ারের মাধ্যমে পচনশীল পণ্য পাঠানো যাবেনা

    প্রডাক্ট হাতে পাওয়ার পর যদি কোন কারন বসত আপনি ফেরত দিতে চান , তা হলে অবশ্যই কোরিয়ার চার্য দিয়ে পেরত দিতে হবে।